আজকাল ওয়েবডেস্ক: ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ জিতে উল্লসিত আরসিবির প্লেয়াররা। দুর্দান্ত শুরুর পর নিজেদের মধ্যে হাসি-ঠাট্টায়, হালকা আলোচনায় জড়ায় বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ড্রেসিংরুমে মজার খেলায় মাতে সকলে। সবার মনোরঞ্জন করেন একজন তরুণ ক্রিকেটার। তিনি স্বস্তিক চিকারা। মেগা নিলামে বেস প্রাইজ ৩০ লক্ষতে তাঁকে কেনে আরসিবি। কিন্তু আনকোরা হয়েও ড্রেসিংরুমে দুঃসাহসিক কাজ করে বসেন। তিনি বিরাট কোহলির ব্যাগ থেকে পারফিউম বের করে ব্যবহার করেন। তাঁর এই কীর্তির সাক্ষী অধিনায়ক রজত পতিদার এবং যশ দয়াল। তাঁরা সেটা দেখে চমকে ওঠেন। 

যশ দয়াল বলেন, 'কলকাতায় ম্যাচ শেষ হওয়ার পর আমরা ড্রেসিংরুমে বসে ছিলাম। হঠাৎ ও কোহলির ব্যাগ থেকে পারফিউমের একটা বোতল বের করে। বিনা অনুমতিতে ব্যবহারও করে নেয়। সবাই হাসতে শুরু করে। কিন্তু ওর কোনও হেলদোল হয়নি। চুপচাপ বসে ছিল।' এই ঘটনায় হকচকিয়ে যান আরসিবির অধিনায়কও। রজত পতিদার বলেন, 'বিরাট ভাই ওখানেই ছিল। আমি ভাবছিলাম ছেলেটা কী করছে।' বেঙ্গালুরুর বাকি ক্রিকেটাররা ঘাবড়ে গেলেও, বিন্দুমাত্র বিচলিত হননি চিকারা। তিনি বিন্দাস মুডে ছিলেন। এই প্রসঙ্গে চিকারা বলেন, 'বিরাট আমাদের বড় ভাই, তাই না? তাই আমি দেখছিলাম যাতে ও  খারাপ জিনিস ব্যবহার না করে। সেই কারণেই আমি ব্যবহার করি। ও জিজ্ঞেস করে কেমন ছিল? আমি জানাই, ভালই। বলি, শুধু ওকে জানানোর জন্য আমি পরখ করছিলাম।' কেকেআরের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ জেতায়, খুশিতে ডগমগ করছিল গোটা দল। আনন্দে ছিলেন কোহলিও। তাই এই ঘটনায় কিছু মনে করেননি তারকা ক্রিকেটার। শুক্রবার আরসিবির পরের ম্যাচ চেন্নাই‌ সুপার কিংসের বিরুদ্ধে।